শিরোনাম
◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার ◈ ১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’সহ গ্রেফতার ৩  ◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটভাটা বন্ধের প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন 

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ইটভাটা বন্ধের প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভাটা মালিক ও শ্রমিকরা।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ধামরাই উপজেলা শাখার আয়োজনে ইটাভাটায় মোবাইল কোর্ট, জরিমানা,ভাঙচুর বন্ধের প্রতি বাদে ইট প্রস্তুতকারী মালিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও পরি বেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সহ ধামরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদানইটভাটা বন্ধের প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভাটা মালিক ও শ্রমিকরা। 

আজ বুধবার ( ৫মার্চ) দুপুরের দিকে ধামরাই উপজেলা চত্বরে ধামরাই ইট প্রস্তুতকারী মালিক সমিতি ধামরাই শাখার আয়োজনে ইটভাটা মালিক সমিতির শ্রমিকরা ইটভাটার ছাড়পত্র, লাইসেন্স প্রাস্তির এবং ভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধন শেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় বরাবর একটি স্মাবকলিপি প্রদান করা হয়। 

ইটভাটা শ্রমিকরা বলেন, ইটভাটা বন্ধ হলে আমাদের ছেলে সন্তান নিয়ে না খেয়ে মরতে হবে। এই কর্মের উপরে আমাদের সংসার, আমাদের ছেলে মেয়ের লেখা পড়ার খরচ থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ চলে এই কাজ থেকে।ধামরাই উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা ইট প্রস্তুত মালিক সমিতির আহবায়ক মোঃ জালাল উদ্দিন বলেন, আমরা অনেক টাকা ব্যায় করেছি ভাটায়। এখন যদি ভাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্তু হয়ে পড়বো। এছাড়া হাজার হাজার শ্রমিক ভাটায় কাজ করে তারা কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে।তাই আমরা চায় আমাদের ইটভাটা পরিচালনার  লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়ার জোর দাবি জানাই। তিনি আরো বলেন,তদন্ত করে আমাদের ইটভাটা গুলিকে পরিবেশের ছাড়পত্র দেওয়াহোক। এছাড়া দেশের উন্নয়ন ও মানুষের কর্মসংস্থানের অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা জোরদাবি জানাচ্ছি।
 
এই বিষয়ে ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক বলেন, ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আমাকে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। আমি এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ধামরাইয়ে অনেক ইটভাটা লাইসেন্স ছাড়াই চলছে। সেগুলো হাইকোর্টের নির্দেশে ভাঙা হচ্ছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে ইটভাটা মালিকরা জানিয়েছে ,এই বছর তাদের  অনেক টাকা বিনিযোগ করা হয়েছে। আবার শ্রমিকরা বেকার হওয়ার কথাও বলেছে। আমরা এই বিষয় গুলো নিয়ে পরিবেশ মন্ত্রনালয়কে জানিয়েছি। তবে হাইকোর্ট অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়