শিরোনাম
◈ গোয়েন্দা নজরদারিতে যেসব গুরুত্বপূর্ণ আমলা, প্রশাসনে আতঙ্ক ◈ শেখ মুজিবের নামে লাখ ডলারের আন্তর্জাতিক শান্তি পদক বাতিল ◈ মধ্যরাতে গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি (ভিডিও) ◈ দুঃখ প্রকাশ করে জেলেনস্কির টুইট, যা বললেন তিনি ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১০:১৮ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত শিশুসহ উদ্ধার-১১

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, গহীন পাহাড়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অপহৃতদের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর আলীখালীর গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উক্ত অভিযোগের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী খালী গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে অপহৃতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়