শিরোনাম
◈ যোগ্যতা থাকলে মালিকরা ব্যাংকের পরিচালক হবেন, যোগ্যতা না থাকলে হবেন না: গভর্নর ◈ ক্ষমতায় আসা এত সহজ না: নাগরিক পার্টিকে মির্জা আব্বাস ◈ ঈদের আগে প্রণোদনার ৭ হাজার কোটি টাকা চায় বিকেএমইএ ◈ যুক্তরাষ্ট্রে ‘বিজনেস এলিট ফোরটি আন্ডার ফোরটি’ পেলেন বাংলাদেশি কাদের ◈ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : ডিবি প্রধান ◈ ট্রাম্পের বক্তব্যের পাল্টা বিবৃতি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার ◈ পুলিশে ফের রদবদল, সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তা বদলি ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত ◈ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ ব্যাংকের সুদহার নিয়ে গভর্নরের কড়া বার্তা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১০:০৫ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহার পৌরসভার কর সংগ্রাহকদের আচরণে অতিষ্ট এলাকাবাসী

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে পৌরসভা কর সংগ্রাহকারীরা সেবাপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরনের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে সেবাপ্রত্যাশী। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি প্রতিকার পেতে পৌরসভার প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন সোহাগ হোসাইন নামের এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, সান্তাহার পৌরসভার কর সংগ্রাহকারী শাখায় দীর্ঘদিন ধরে জনসাধারণের জন্য সেবা দিয়ে আসছিলেন ফেরদৌস আলী। জনসাধারণের জন্য প্রতিনিয়ত সেবা দেওয়া তাদের মূখ্য উদ্দেশ্য। অথচ পৌরসভায় সেবাপ্রত্যাশীরা কোন বিষয়ে তাদের কাছে গেলে ওই কাজের জটিলতা দেখান এবং অশোভন আচরন করেন। গত রবিবার
দুপুরে কর সংগ্রাহকারী শাখায় সেবা নিতে যাওয়া সোহাগ হোসাইন নামের এক ভুক্তভোগীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ওই স্টাফ। একপর্যায়ে দুইজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় অন্যান্য স্টাফরা এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 

এরপর ক্ষোভ প্রকাশ করে সেবা না নিয়ে পৌরসভা থেকে বেড়িয়ে আসেন সোহাগ হোসাইন। তিনি অভিযোগ তুলে বলেন নিয়মনীতি অনুয়ায়ী তিনি না বুঝিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে হেয় প্রতিপন্ন করা হয়। শুধু তাই নয় ইতিপূর্বে সেবাপ্রত্যাশী শিউলি, মানিক সহ বিভিন্ন লোকজনের সঙ্গে এমন আচরণ করেন কর সংগ্রাহকারী ফেরদৌস আলী। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। 

বিষয়টির পরিত্রাণ পেতে গত রবিবার বিকেলে সান্তাহার পৌরসভার প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন সোহাগ হোসাইন। সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়