ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলায় পরিবেশ আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে চারটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ইটভাটাগুলোর প্রায় লক্ষাধিক ইট ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার রপালী ব্রিক ফিল্ড, ফাইভ স্টার ব্রিক ফিল্ড, পান্না ব্রিক ফিল্ড ও পশ্চিম চর পাতার বাঘা ব্রিক ফিল্ডে এ জরিমানা করা হয়।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুনের নেতৃত্বে দিনব্যাপী ভোলা পরিবেশ অধিদপ্তর, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় অভিযানে ইটভাটাগুলোতে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে প্রত্যেক ইট ভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই চার ইট ভাড়ার প্রায় লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করা হয়।