শিরোনাম
◈ পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ ইসলাম ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন ◈ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলে থাকছেন সিমন্স ও সালাউদ্দিন  ◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার দায়ের করা মামলায় ১২ বছরের মেয়ে কারাগারে

ফেনীর পরশুরামে বাবার দায়ের করা মামলায় মেয়ে ফাতেমা আক্তার নিহাকে (১২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নিহার মামা জাবেদকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (২ মার্চ) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। খবর: দেশ রুপান্তর।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) দুপুরে মামা ও নানার প্ররোচনায় নিহা ঘুমের ওষুধ খাইয়ে তার ঘুমন্ত পিতাকে গরম তেল ঢেলে দগ্ধ করেছেন। এ ঘটনায় নুরুন্নবী বাদী হয়ে রবিবার সকালে মেয়ে নিহাকে প্রধান আসামি করে প্রথম স্ত্রী আয়েশার পরিবারের চার জনের বিরুদ্ধে পরশুরাম থানায় মামলা করেছেন। বাকি আসামিরা হলেন, নুরুন্নবীর প্রথম স্ত্রী আয়েশার পিতা মনির আহাম্মদ ও তার দুই ছেলে মো.জাবেদ ও আব্দুর রহিম।

নুরুন্নবী দ্বিতীয় স্ত্রী রেহানা আক্তার। প্রথম ঘরে দুই মেয়ে নিহা ও লামিয়া আক্তার। এর মধ্যে লামিয়া গত বছরের ৬ ফেব্রুয়ারি নিজ বাড়িতে খুন হন। সে ঘটনার এখনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। লামিয়া হত্যার ঘটনায় মা আয়েশাকে জেলহাজতে পাঠানো হলেও ছয়মাস কারাভোগের পর তিনি বর্তমানে জামিনে রয়েছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে নিহা জানিয়েছেন, মামা জাবেদের নির্দেশে চেতনানাশক খাইয়ে তার বাবাকে ঘুমন্ত অবস্থায় গরম তেলে ঝলসে দিয়েছেন।

এদিকে মামলার আসামি ও নিহার মামা আবদুর রহিম বলেন, আমাদের পরিবারের কেউ এ ঘটনার সাথে জড়িত নন। ঘটনার সময় আমরা এলাকায় ছিলাম না। আমাদের উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়িয়ে ফাঁসানো হয়েছে। লামিয়া হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়