শিরোনাম
◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ করে খাগড়াছড়িতে পাহাড়ে দু’পক্ষে গো.লা.গু.লি, গৃহবধূ নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের বিবদমান দুই পক্ষ– পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় রূপসী চাকমা (৪৮) নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ সোমবার সকালে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম হাতিমারা এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও পিসিজেএসএসের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। এ সময় হাতিমারায় ঘরে অবস্থান করার সময় অতর্কিতে একটি গুলি রূপসী চাকমার পিঠে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরই মারা যান। নিহত রূপসী চাকমা হেমন্ত চাকমার সহধর্মিণী।

এ দুই পক্ষের মধ্য গোলাগুলি চলাকালে উভয় গ্রুপের কোনো সদস্য হতাহত হয়েছে কিনা, তা এলাকাটি দুর্গম হওয়ায় জানা যায়নি।

পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, পাহাড়ের আঞ্চলিক দুটি সংগঠন প্রসিতপন্থি ইউপিডিএফ ও সন্তু লারমা গ্রুপ পিসিজেএসএসের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। এ দুই গ্রুপের কেউ হতাহত হয়েছেন কিনা, জানা নেই। স্থানীয় এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশের পৌঁছানো সম্ভব হয়নি। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়