জাকারিয়া জাহিদ ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ ) দুপুর ১২ টায় সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের চত্বরে ২৫ জন জেলেদের মাঝে এ বকনা গরুর বাছুর বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা এর সার্বিক তত্ত্বাবধানে হতদরিদ্র ইলিশ জেলেদের মাঝে বকনা গরু বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, উপ-সহকারী কর্মকর্তা, আহসান বাপ্পি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,অর্থ সম্পাদক ইমরান ফরাজী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ১২টি ইউনিয়ন যাচাই বাছাই সম্পন্ন করে এসব জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।