শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই এনজিও কর্মী আহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে প্রতিপক্ষের হামলায় অগ্রসর সমবায় সমিতি   নামে স্থানীয় এক এনজিও‘র দুই কর্মী আহতের ঘটনা ঘটেছে। রোববার (০২ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় মধুখালী উপজেলার বাগাট এলাকায় এ ঘটনা ঘটেছে। 

হামলায় আহতরা হলেন, অগ্রসর সমবায় সমিতির পরিচালক মো. মিলন শেখ ও কর্মী মো. মোতালেব শেখ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগাট এলাকায় অবস্থিত অগ্রসর সমবায় সমিতি পরিচালক মো. মিলন শেখের সাথে পাশের কোরকদী ইউনিয়নের নির্মাণ শ্রমিক মো. ইমদাদুলের বিরোধ চলে আসছিল। রোববার দুইজনের মধ্যে সামান্য বিষয় নিয়ে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে সন্ধ্যার দিকে প্রতিপক্ষ ইমদাদুলসহ ৪-৫জন হামলা চালিয়ে মো. মিলন শেখ ও মো. মোতালেব শেখকে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহতরা প্রতিপক্ষের বিরুদ্ধে টাকার ব্যাগ কেড়ে লেওয়ার অভিযোগ করেছেন। 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, এনজিওটির পরিচালক মো. মিলন শেখের সাথে একই উপজেলার কোরকদী এলাকার নির্মাণ শ্রমিক মো. ইমদাদুলের বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সন্ধার দিকে ৫-৬ জন হামলা চালিয়ে মো. মিলন শেখ ও মো. মোতালেব শেখকে আহত করে। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়