শিরোনাম
◈ জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আছে চ্যালেঞ্জ ◈ এবার জানা গেল খালেদা জিয়ার আসনে কে হচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী! ◈ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা ◈ অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির ◈ একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস ◈ ফুলহ্যামের কাছে হেরে এফএ কাপ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় ◈ এবার আওয়ামী লীগ থেকে ‘পদত্যাগের’ ঘোষণা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ◈ ইনজামাম-উল-হক অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএল বয়কটের আহ্বান জানালেন ◈ নতুন অধিনায়ক নির্বাচনে কয়েক সপ্তাহ সময় চাইলেন কোচ ম্যাককালাম ◈ পশ্চিমবঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির বৈঠক কীসের ইঙ্গিত?

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৯:২২ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে তিনটি গরু চুরি, অতঃপর কেটে ভাগ করে মাংস নিয়ে গেল চোরেরা

আরমান কবীর : টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির পর জবাই করে মাংস ভাগ করে নিয়ে গেছে চোরেরা। 
 
শনিবার (১ মার্চ) দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। বিষয়টি রবিবার (২ মার্চ) সকালে জানাজানি হলে স্থানীয়রা চোরদের এমন কাণ্ডে হতভম্ব হন।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকার আতিকুর রহমান খান রুবেল, ফজলু খান ও গফুর খানের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। পরে সেহরির সময় বিষয়টি টের পান গরুর মালিকরা। সকালে বাসাইল-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গরুর ভূরি ও হাড় দেখতে পান স্থানীয়রা। খবরটি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরুর রশি দেখে মালিকরা শনাক্ত করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গরুর মালিকরা। তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।
 
গরুর মালিক ফজলু খান বলেন, পাশের বাড়িতে গরু চুরি হয়েছে শুনতে পাই। পরে আমার গোয়ালঘরে গিয়ে দেখি সেখানে গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।
 
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, গরু চুরির পর চোরেরা মাংস ভাগ করে নিয়ে গেছে এমন ঘটনা এই প্রথম শুনলাম। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
 
এদিকে, বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়