শিরোনাম
◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পিন্টু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আব্দুল হাকিম পিন্টু হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আব্দুল হাকিম পিন্টুর স্ত্রী মোসা. পারভীন বেগম, তার মেয়ে মো. সীমা খাতুন, টিপু সুলতান কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ, স্থানীয় জহুরুল ইসলাম, শাকিল আহম্মেদ।
মানববন্ধনে ৩ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পিন্টু হত্যা মামলায় অন্যায়ভাবে  ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু,অপসরপ্রাপ্ত  শিক্ষক আশরাফ মাস্টার,কলেজ শিক্ষক শাহারুল ইসলাম কালু ও ব্যবসায়ী আজিজুল ইসলামকে আসামী করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১২ই জানুয়ারি সন্ধ্যায় আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ২৩ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু,অপসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফ মাস্টার,কলেজ শিক্ষক শাহারুল ইসলাম কালুসহ কয়েকজনকে আসামী করে নিহত পিন্টুর বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়