শিরোনাম
◈ জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আছে চ্যালেঞ্জ ◈ এবার জানা গেল খালেদা জিয়ার আসনে কে হচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী! ◈ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা ◈ অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির ◈ একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস ◈ ফুলহ্যামের কাছে হেরে এফএ কাপ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় ◈ এবার আওয়ামী লীগ থেকে ‘পদত্যাগের’ ঘোষণা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ◈ ইনজামাম-উল-হক অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএল বয়কটের আহ্বান জানালেন ◈ নতুন অধিনায়ক নির্বাচনে কয়েক সপ্তাহ সময় চাইলেন কোচ ম্যাককালাম ◈ পশ্চিমবঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির বৈঠক কীসের ইঙ্গিত?

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৯:১৮ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে পিন্টু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে আব্দুল হাকিম পিন্টু হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, নিহত আব্দুল হাকিম পিন্টুর স্ত্রী মোসা. পারভীন বেগম, তার মেয়ে মো. সীমা খাতুন, টিপু সুলতান কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ, স্থানীয় জহুরুল ইসলাম, শাকিল আহম্মেদ।
মানববন্ধনে ৩ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পিন্টু হত্যা মামলায় অন্যায়ভাবে  ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু,অপসরপ্রাপ্ত  শিক্ষক আশরাফ মাস্টার,কলেজ শিক্ষক শাহারুল ইসলাম কালু ও ব্যবসায়ী আজিজুল ইসলামকে আসামী করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১২ই জানুয়ারি সন্ধ্যায় আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ২৩ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু,অপসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফ মাস্টার,কলেজ শিক্ষক শাহারুল ইসলাম কালুসহ কয়েকজনকে আসামী করে নিহত পিন্টুর বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়