শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ◈ ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার নিয়ে করা দাবি সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ কারও লাশ যেন বেওয়ারিশ হিসেবে না থাকে: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ 'কী না করেছি পুলিশের জন্য', সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ ◈ পুরস্কার ঘোষণা করার পরও পুলিশকে গুলি ছোড়া সাজ্জাদ কেন ধরা পড়ছে না, যা জানা গেল

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবৈধ ৫টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকা জেলা প্রশাসকের নির্দেশক্রমে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় অবৈধ পাচঁটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার বয়লার ও চিমনীসহ সব স্থাপনা ভেঙে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামনুন আহমেদ অনীক।

গতকাল ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের অবৈধ ডিবিসি ব্রিকস, এইচএমবি ব্রিকস, ইউনিভার্সাল ব্রিকস, ফোরস্টার ব্রিকস ও ইমন ব্রিকস অভিযান পরিচালনা করে ইট ভাটা গুলোর সস্পুর্ণ স্থাপনা ভেঙে বন্ধ করে দেওয়া হয়।

ধামরাই উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা, এখানে ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে গড়ে ওঠেছে বহু ইটভাটা। ৩০৩ বর্গকিলোমিটার এলাকায় ইটভাটার সংখ্যা ১৮৫টি, যার ৮৮টিই অবৈধ।

ধামরাই বেশির ভাগ ইটভাটা ফসলি জমি ও বসতবাড়ির কাছেই পরিচালনা করা হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুসারে, এসব স্থানে ইটভাটা স্থাপনের কোনও সুযোগ নেই। এছাড়া ও বেশির ভাগ ইটভাটার নেই প্রয়োজনীয় কাগজপত্র।

এই বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ জানান, এই সকল ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ছাড়পত্রসহ কোনো ধরনের কাগজপত্র না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেঙে গুঁড়িয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামনুন আহমেদ অনীক বলেন, অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স নাথাকায় এবং অবৈধ ভাবেকৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ডিবিসি ব্রিকস, এইচএমবি ব্রিকস, ইউনিভার্সাল ব্রিকস, ফোরস্টার ব্রিকস ও ইমন ব্রিকস সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়