শিরোনাম
◈ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ১২৬ ◈ সরকার ও বিএনপি-জামায়াতকে জড়িয়ে ২৬৮ অপতথ্য প্রচার ◈ ফের আরেক দফা কমলো স্বর্ণের দাম ◈ টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ১ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ◈ মসজিদে মসজিদে তারাবির জামাতে মুসল্লিদের ঢল ◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান উপলক্ষে ফরিদপুরের ন্যায্য মূল্যের বাজারে বিক্রি হচ্ছে নানা পন্য

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসন্ন রমজান উপলক্ষে শুরু হয়েছে ন্যায্য মূল্যের বাজার।
 
শনিবার(০১মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ বাজারের উদ্বোধন ও বিভিন্ন দোকান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। 
 
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বাজার চলবে বলে জানা যায়। প্রথমদিন এই ন্যায্য মূল্যের বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল লক্ষ্যনীয়। এখানে প্রতি কেজি গরুর মাংস ৬৫০টাকা ও খাসির মাংস ১১'শ টাকা কেজি দরে বিক্রি করার পাশাপাশি ডিম, ছোলা, মুড়ি, ডাল, তেল, চিনি ও পোলাওর চাউল ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে।
 
এ বাজারের বিষয়ে ইউএনও মনিরা খাতুন বলেন, “রমজান আসলেই এক ধরনের অসাধু ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপন্যের দাম বৃদ্ধি করে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকের নির্দেশে বাজারের ব্যাবসায়ীদের সহযোগিতায় এই বাজার শুরু করা হয়েছে। প্রথম ধাপে এক সপ্তাহ বাজার পরিচালনার কথা থাকলেও মানুষের চাহিদা অনুযায়ী পুরো রমজান মাস ন্যায্য মূল্যের এ বাজার পরিচালনা করা হবে বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রেফায়াতুল হাসান, সদর হাট-বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা, ব্যাবসায়ী মো. ইফসুফ দেওয়ান, দেওয়ান মো. রহমাতুল্লাহ  ও ইউপি সদস্য মো. ফজলুর রহমান সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। 
 
প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০
 
তাং: ০১-০৩-২০২৫ ইং
  • সর্বশেষ
  • জনপ্রিয়