শিরোনাম
◈ ফের আরেক দফা কমলো স্বর্ণের দাম ◈ টঙ্গীর মাজার বস্তিতে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ১ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ◈ মসজিদে মসজিদে তারাবির জামাতে মুসল্লিদের ঢল ◈ মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন? ◈ আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, সংঘাত পরিহার করি:  প্রধান উপদেষ্টা ◈ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রকে পদত্যাগের আহ্বান নুরের (ভিডিও) ◈ ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল ◈ ৬০ হাজার বছর চলার মতো জ্বালানির সন্ধান পেয়েছে চীন ◈ পাচারকৃত অর্থ ফেরাতে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ চায় এনবিআর 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০১:৪৬ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে শ্রমিক সংগঠনের নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র করে ৩ ঘন্টা প্রধান সড়ক অবরোধ

কল্যাণ বড়ুয়া.  বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর চাস্বলে শ্রমিক সংগঠনের নির্বাচনের একদিন আগে সভাপতিকে গ্রেফতার এবং নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র বাঁশখালীর প্রধান সড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। এ ঘটনায় দীর্ঘ ভোগান্তি কবলে পড়ে যাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি সুরাহা করার আশ্বাসে অবরোধ তুলে নিলেও শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক চলছিল।

স্থানীয় শ্রমিক ও প্রশাসন সুত্রে জানা যায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বাঁশখালীর চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিক্সা চালক ও অটোরিক্সা সিএনজি  ফোর স্ট্রোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতি (নিবন্ধন নং ৭২১৯) এর নির্বাচনের তারিখ ছিল ১ মার্চ শনিবার। তার আগে বৃহস্পতিবার রাতে নির্বাচনের চেয়ার প্রতীকের সভাপতি প্রার্থী মো: সেলিম উদ্দিন চাম্বল বাজার থেকে থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এ খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বেশ কিছু শ্রমিক থানায় অবস্থায় নিয়ে মো: সেলিম কে ছাড়িয়ে দিতে চাইলে ছাড়াতে পারেনি আর শুক্রবার সেলিমকে আদালতে সোর্পদ করে বলে জানান সেলিমের ভাই।্ এদিকে নির্বাচনের একদিন আগে সভাপতি প্রার্থী মো: সেলিম উদ্দিন কে পুলিশ আটক করে চালান দেওয়ায় আইন শৃংখলা অবনতির আশংকায় শুক্রবার নির্বাচন স্থগিত করে বাঁশখালীর চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিক্সা চালক ও অটোরিক্সা সিএনজি ( ফোর স্ট্রোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

সে খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত বাঁশখালীর প্রধান সড়কের চাম্বল এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। পরে দু,পাশে শত শত গাড়ি ৩ ঘন্টা যাবত আটকে পড়ে। সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা ও থানা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হলেও নির্বাচনের দাবীতে অনড় থাকে শ্রমিকেরা। পরে শুক্রবার রাত ৯টার দিকে বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর দল ঘটনাস্থলে আসে। এরপর শ্রমিকদের ৫ সদস্য সাধারন সম্পাদক প্রার্থী আরিফুর রহমান টিপু, ও মো: ফজলুল কাদের, সহ সভাপতি প্রার্থী রেজাউল কাদের, সদস্য প্রার্থী মো: রাসেদ ও মো: রিদুয়ান কে নিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদুল আলমের কার্যালয়ে সমঝোতা বৈঠকে বসে।

এ সময় বাঁশখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর দল, সহকারি কমিশনার (ভুমি) মো: জসিম উদ্দিন,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম সহ নির্বাচনে দায়িত্বরত ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাঁশখালীর চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিক্সা চালক ও অটোরিক্সা সিএনজি  (ফোর স্ট্রোক) শ্রমিক কল্যাণ সমবায় সমিতিতে ১৫৫৪ জন তালিকাভুক্ত এবং প্রায় ২ হাজার সাধারন সদস্য রয়েছে। বিগত দিনে এ সংগঠনের  প্রায় সাড়ে তিন টাকার নানা অনিয়মের এক মামলা চলমান রয়েছে।

শুক্রবার রাত ১১টার দি‌কে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদুল আলম এর কাছে এ বিয়ষে জানতে চাইলে তিনি জানান, শ্রমিকেরা যে সড়ক অবরোধ করেছিল তা তুলে দেওয়া, এখন বৈঠক চলমান আছে। নির্বাচনের পরবর্তী তারিখের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সমবায় আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ ও নির্বানের তারিখ নিধৃারন করা হবে বলে তিনি জানান।



  • সর্বশেষ
  • জনপ্রিয়