শিরোনাম
◈ গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ ◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাতিজিকে চাকুরী পরীক্ষায় নেয়ার পথে বাস চাপায় চাচা ও ভাতিজি দুজনের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চাকুরীর পরীক্ষায় নিয়ে যাবার পথে বাস চাপায় চাচা ও ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী স্বর্নামতি ব্রীজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চাচা রমজান আলী(৫২) কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারীটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ভাতিজি একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে খাদিজা তুল কোবরা(২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরীর পরীক্ষায় অংশ নিতে চাচা রমজান আলীর সাথে মোটর সাইকেলে লালমনিরহাট যাচ্ছিলেন পরীক্ষার্থী খাদিজা তুল কোবরা। স্বর্নামতি ব্রীজের পশ্চিম পাড়ে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি নাভিলা পরিবহনের (ঢাকা মেঃ ব-১২-৩১০৮) একটি যাত্রীবাহি বাসের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চাচা রমজান আলী নিহত হন। গুরুতর আহত হন মোটর সাইকেলে থাকা ভাতিজা খাদিজা তুল কোবরা। 

স্থানীয়রা ছুটে এসে আহত খাদিজা তুল  কোবরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হলেও চালককে পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



  • সর্বশেষ
  • জনপ্রিয়