হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষার্থীদের মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় কাকন মিয়া ওরফে কসাই কাকন (৩৫) ও মাসুদ মোল্যা (৩৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান।
এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বোয়ালমারী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার ছোলনা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়। কাকনের বিরুদ্ধে এলাকায় ছিনত্ইা, চাঁদাবাজি ও অবৈধ দখলদারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত কাকন মিয়া (৩৫) পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামের মো. কবির মিয়ার ছেলে এবং কাকনের সহযোগী মাসুদ মোল্যা পৌরসদরের চতুল গ্রামের মো. কাউসার মোল্যার ছেলে।
থানার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী কলেজের দ্বাদশ শ্রেণীর চার শিক্ষার্থী নাফিজ ইকবাল, তারিকুল ইসলাম, রাতুল ও রাহাদ গত বুধবার বোয়ালমারী রেল স্টেশনে ঘুরতে যায়। এ সময় বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের কাকন মিয়া (৩৫) এক ছাত্রকে নিয়ে হাসপাতাল হয়ে হ্যালিপোর্টের সামনে চলে যায়। ওই ছাত্রকে দিয়ে অন্য তিন ছাত্রকে সেখানে ডেকে নেয় কাকন। ওই সময় ছাত্রদের কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় কাকন মিয়া ও তার সহযোগিরা।
এ ঘটনায় কাদিরদী গ্রামের ভুক্তভোগী শিক্ষার্থী নাফিজ ইকবালের বড়ভাই মো. সোবহান বিশ্বাস বুধবার (২৬ ফেব্রুয়ারি) বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল উদ্ধার করতে পারলেও কাকন মিয়া ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।
পরেরদিন বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীদের পক্ষে স্থানীয় ছাত্র-জনতা কাদিরদী বাজার এলাকায় মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রায় এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ থাকায় দুইপাশে আধা কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর মধ্যস্থতায় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্র-জনতা।
এরপর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে কাকন মিয়া ও তার সহযোগী মাসুদ মোল্যাকে পৌরসদরের ছোলনা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনীর অভিযানে কসাই কাকন ও তার সহযোগীকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তথ্য উদঘাটনে বিজ্ঞ আদালতে রিমা-ের আবেদন করা হবে।