শিরোনাম
◈ গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ ◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩২ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে  ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্তির দাবি

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একটি অংশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটির যুগ্ম আহবায়ক সমন্বয়ক এনামুল হক সাকিব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল হক সাকিব বলেন, নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল বৈষম্যমুক্ত ও ইনক্লসিভ সমাজ গঠন কিন্তু হবিগঞ্জবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। হবিগঞ্জে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বানিয়াচং উপজেলায়। কিন্তু বানিয়াচংকে মূল্যায়ন না করে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। তিনি দাবি করেন, কিছুদিন আগে ঢাকার সমন্বয়ক হাসিব টাকা চেয়েছিলেন কিন্তু তাতে অস্বীকৃতি জানালে আমাকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। জীবন বাজি রেখে হবিগঞ্জের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। গুলির মুখে দেশেকে স্বৈরাচার মুক্ত করতে অবদান রাখলেও কমিটিতে ছাত্রদল, শিবির ও নাগরিক কমিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এটি একটি পকেট ও ভুয়া কমিটি। এতে টাকার বিনিময়ে এবং স্বৈরাচারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রেতাত্মাদের জায়গা দেয়া হয়েছে। তাই আমিসহ আমার ৪৫ জন সহকর্মী এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। পাশাপাশি এ কমিটির কার্যাক্রম আমরা হবিগঞ্জের মাটিতে সফল হতে দেব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা বলেন, আমাদের আন্দোলনের উদ্দেশ্যে ছিল বৈষম্য নিরসন ও স্বৈরাচারের অপসারণ। টাকা দিয়ে নেতা হওয়ার জন্য নয়। সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়