শিরোনাম
◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা ◈ শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ ◈ সৌদি আরবে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা ◈ রাজনীতিতে যে কেউ নেতৃত্ব দিতে পারবে, যেখানে তার ব্যক্তিগত পরিচয় মুখ্য হবে না: তাসনিম জারা (ভিডিও) ◈ রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২২৮

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুনুর , সম্পাদক শাতিল 

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী হারুনুর রশিদ। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন  এস এম শাতিল মাহমুদ হয়েছেন। সভাপতি আওয়ামী লীগপন্থী। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।
 
এদিকে সাধারণ সম্পাদক বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমারখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন চেয়ারম্যান কে এম আব্দুর রউফ এই ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন মোস্তফা সামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন মিঠু।

জান গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল খালিদ মো. সাঈদ ১০৮ ভোট পেয়েছেন। বিএনপির একাংশের সমর্থিত প্রার্থী মাহাতাব উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। জামায়াতপন্থী আইনজীবী আজিজুর রহমান পেয়েছেন ৩৯ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোহাম্মদ পেয়েছেন ৩৬ ভোট। আরেক সভাপতি প্রার্থী জাসদ–সমর্থিত তানজিলুর রহমান পেয়েছেন ১৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে আইনজীবী এস এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ–সমর্থিত খ ম আরিফুল ইসলাম ১৬৭ ভোট পেয়েছেন।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আজম মৃধা, সহসভাপতি পদে মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুন নাহার, কোষাধ্যক্ষ পদে আবুল হাশিম, গ্রন্থাগার সম্পাদক পদে সুলতানা বেগম, সাংস্কৃতিক সম্পাদক পদে মকলেচুর রহমান ও দপ্তর সম্পাদক পদে ওয়ালীউল বারী।

এ ছাড়া সিনিয়র সদস্য পদে মারুফ বিল্লাহ, আশুতোষ কুমার পাল, আয়েশা সিদ্দিকা, হাফিজুর রহমান এবং জুনিয়র সদস্য পদে মুহাইমিনুর রহমান, সাইফুর রহমান, সাইফুল ইসলাম ও রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ–সমর্থিত ৯ জন, বিএনপি–সমর্থিত ৩ জন, বিএনপির ‘বিদ্রোহী’ দুজন, জামায়াত–সমর্থিত দুজন, জাতীয় পার্টি–সমর্থিত একজন নির্বাচিত হয়েছেন।

আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে গত সোমবার আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন দুপুর পৌনে ১২টার দিকে ৪০–৫০ জন আদালত চত্বরে নির্বাচনী পাঁচটি ক্যাম্পে হামলা ও ভাঙচুর করেন। তখন এক শিক্ষানবিশ আইনজীবী মুঠোফোন দিয়ে ওই দৃশ্য ধারণ করছিলেন। তখন তাঁর মাথায় আঘাত করা হয়। এ নিয়ে আদালতপাড়ায় আলোচনা–সমালোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়