শিরোনাম
◈ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ নেতা চূড়ান্ত, থাকছেন যাঁরা ◈ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল ◈ ১৪০১ জন 'জুলাই যোদ্ধার' তালিকার গেজেট প্রকাশ ◈ শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যু সংখ্যা নিয়ে যা জানালেন প্রেস সচিব (ভিডিও) ◈ থানা থেকে গ্রেফতার হলেন ভাঙ্গা থানার ওসি ◈ আখতার হোসেন ও নাহিদ ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করে যা বললেন আসিফ নজরুল ◈ জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর, কীভাবে ঐক্য ধরে রাখবে এই নতুন দল? ◈ নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ বিকেলে, শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন ◈ বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব ◈ বাঁশখালীর পুইছড়ি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে হা‌তির আক্রম‌নে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর দুই ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মামলা ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাতিয়ায় (বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দিনের নেতৃত্বে অবৈধ সংযোগ ও বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দিন জানান, অভিযানে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও দুই ছেলে আশিক আলী অমি ও মাহতাব আলী অদ্রিসহ ৭ জনের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে
সংযোগ ও ১১টি বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় বিদ্যুৎ আইনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের ও প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মো. শেখ ফিরোজ কবির, হাতিয়ার নির্বাহী প্রকৌশলী (বিক্রয়ও বিতরণ বিভাগ) মো. মসিউর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী মো. মসিউর রহমান জানান, সাবেক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বিগত ৮ থেকে ১০ যাবৎ দলীয় প্রভাব খাটিয়ে সারা হাতিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে তার ঠিকাদারী প্রতিষ্ঠানের
যাবতীয় ঠিকাদারী কাজের রড ঝালাইসহ রড সোজা করণ কাজ, গ্রিল তৈরি করে আসছিলেন। এতে সরকারের লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ অবৈধভাবে খরচ হয়েছে।

আজকের অভিযানে তা প্রমাণিত হওয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও তাঁর দুই ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়