শিরোনাম
◈ আজ রাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ ◈ বাংলাদেশের পেস বোলার নাহিদ রানার প্রশংসায় পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ◈ সাবেক শিবির, বাম ও অন্য দলের কর্মী নিয়ে কীভাবে ঐক্য ধরে রাখবে জাতীয় নাগরিক পার্টি? ◈ একদিকে বন্ধ হয় শিল্প কারখানা, অন্যদিকে বাড়ে রপ্তানি ◈ শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের কাঁচা বাজারে ভ.য়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট (ভিডিও) ◈ ৮ নির্দেশনা নির্বাচন ভবনে প্রবেশে ◈ রোহিঙ্গা সঙ্কট সমাধানে সফলতা অর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ মায়ানমার আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জন জেলেকে ফেরত আনলো বিজিবি ◈ ২২ ডিসির পাসপোর্ট বাতিল করা হয়েছে, যাদের করা হল ◈ থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী ২৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমানবিক নির্যাতনের পর মৃত ভেবে  বিল্লালকে ফেলে রেখে গেছে বিএসএফ, আরও যা জানালেন  স্ত্রী জহুরা খাতুন

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে অমানবিক নির্যাতনের পর মৃত ভেবে এক যুব‌ক‌কে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দি‌কে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে টহল চলাকালীন আহত বিল্লাল‌কে পড়ে থাক‌তে দেখে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন বিজিবি সদস্যরা।

বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যেম গ্রামে লেবারের কাজ করতেন বিল্লাল সানা। বুধবার দুপুরে ভারত থে‌কে বাংলাদেশে আসার উদ্দেশ্যে ৭/৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও বিল্লাল ধরা পড়ে বিএসএফের হা‌তে। প‌রে নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় বিল্লালকে। পরে মোবাইলে খবর পেয়ে বিকালে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন আহতের স্বজনরা।

কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বিল্লাল‌কে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুতর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়