স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। এখন আমি সরকারের দায়িত্বে আছি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর হাজী ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা দেশকে গণতন্ত্রিক ধারায় রূপান্তরের যে দায়িত্বটা গ্রহণ করেছি, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চাই। তাই আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবো না।
তিনি বলেন, তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ইতিবাচক হতে হবে।
তারুণ্যের যে শক্তি সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, তাদেরকে খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন গড়ে তুলতে হবে। সমাজের মানুষের জীবনমান উন্নয়নে তারুণ্যকে কাজে লাগাতে হবে। আগামী দিনে তরুণরাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
আসিফ মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হয়েছিল ইতিমধ্যে সরকারের নানা উদ্যোগে তার অনেকটা উন্নতি হয়েছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে ছিনতাইয়ের সংখ্যাটা বেড়ে গিয়েছিল। তাই নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আপনারা দেখবেন ঢাকার প্রতিটি অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বাহিনীগুলো এখন সক্রিয় অবস্থায় আছে।
তিনি বলেন, আমরা আশা করছি খুব দ্রুত আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও উন্নতি হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আপনাদেরকে দ্রুত জানানো হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এর আগে তিনি উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর ও আকবপুর ইউনিয়নের আমতলী এলাকায় দু’টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। রাতে তিনি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।