কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত
ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদ হোসেন(৬৩) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত মোটরসাইকেল আরোহী দাউদ হোসেন হলেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা ও এলাঙ্গী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান নিহত দাউদ হোসেন কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে কোটচাঁদপুর তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তালেশ্বর বাজার পার হলে বিপরিত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।