ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুরে পলাতক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার স্ত্রী আকলিমা বেগম (৬৭) স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে। বুধবার রাত ১০ টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া।
তিনি বলেন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়ি হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে। ৫ আগস্টের পরও বাড়িতে আগুন, লুটপাট চালানো হয়। ভাইয়ের নামে কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। বুধবার রাত ১০ টার দিকে একদল লোক আবার তার বাড়িতে আগুন দেয়। তবে কাউকে চিনতে পারিনি। এতে ভয় পেয়ে ভাবি আকলিমা বেগম স্ট্রোক করেন। রাত ১১টার দিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আগুন ও মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। কেউ এ বিষয়ে থানায় অভিযোগও করেনি।