শিরোনাম
◈ বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে চায় চীন ◈ গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল ইসলাম আলমগীর ◈ গণপিটুনিতে ভয় আতঙ্ক, ছয় মাসে নিহত ১২১ ◈ আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ ◈ ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধা’রা যেসব সুবিধা পাবেন ◈ আফগানিস্তানকে কেউ আর হালকাভাবে নেবে না: কোচ ট্রট

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউয়াছড়া সংরক্ষিত বনে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে এক একর বন পুড়ে ছাই

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বন মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আবারও হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাত কারণে সৃষ্ট আগুনে প্রায় ১ একর বনভূমি পুড়ে গেছে। প্রাণ হারিয়েছে অসংখ্যা বন্য প্রাণী।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং, দুপুর ১টার সময় লাউয়াছড়া সংলগ্ন বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের টিলা ভূমি অফিস এলাকার পিছনের অংশে আগুন লাগে। সেই আগুনে হিড বাংলাদেশের একটি টিলা পুড়েছে ৷ পরে লাউয়াছড়া এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বন বিভাগের কর্মীরা ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।

স্থানীয়রা জানান, বনে এই সময়ে এমনি এমনি আগুন লাগার কথা না। কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী মারা যাওয়ারও শঙ্কা রয়েছে। প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।


গুরুত্বপূর্ণ সংরক্ষিত বন লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীদের আবাসস্থল। এখানে উল্লুক, মেছো বাঘ, বনবিড়াল, হরিণ, বিভিন্ন প্রজাতির সাপ ও পাখির বসবাস করে।


পরিবেশবিদরা বলছেন, বারবার এমন অগ্নিকাণ্ড ঘটলে উদ্যানের বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যাবে। পরিবেশবাদী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ) ফাউন্ডার ও পরিবেশ কর্মী সোহেল শ্যাম বলেন, লাউয়াছড়ার মতো সংরক্ষিত বনভূমিতে প্রতি বছর আগুন লাগছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা তা তদন্ত করা হোক। দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।


লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বিকেল ৫টার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

লাউয়াছড়া বনের প্রায় ১ একরের মতো জায়গা পুড়ে গেছে। যে টিলায় প্রথমে আগুন লেগেছে সেখানে ছোট ছোট বাঁশ ও বৃক্ষ ছিলো। কীভাবে আগুন লেগেছে, এটা এখনো জানা যায়নি। আমরা আগুনের কারণ অনুসন্ধান করছি বলে এই কর্মকর্তা জানান।


উল্লেখ্য: এর আগে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ২০২১ সালের এপ্রিলে আগুন লেগে প্রায় দুই একর প্রাকৃতিক বন ক্ষতিগ্রস্থ হয়। এরপর ২০২৩ সালের মার্চে বাঘমারা এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বনের বিশাল এলাকার গাছপালা পুড়ে যায়। ২০২৪ সালের ফেব্রুয়ারি ও মার্চে দুই দফা আগুন লাগে, যেখানে প্রায় ১০ একর জায়গার গাছপালা ও লতাগুল্ম পুড়ে যায়। আর এইবার পুড়লো বনের প্রায় এক একর এলাকা। এতে বনের গাছ-গাছালি, লতাপাতা ও বাঁশঝাড় পুড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়