শিরোনাম
◈ বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২৭ ◈ আরব আমিরাতে রমজানে অর্ধেক দামে ১০ হাজার পণ্য বিক্রির ঘোষণা ◈ বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে চায় চীন ◈ গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল ইসলাম আলমগীর ◈ গণপিটুনিতে ভয় আতঙ্ক, ছয় মাসে নিহত ১২১ ◈ আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত বাসে ডাকাতি: ‌‘ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সেই নারী দাবি করেছেন, তাঁর সঙ্গে এ ব্যাপারে কেউ কথা বলেননি। এমন খবর প্রকাশের কারণে তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁর কথা, ‘আমার টাকা-পয়সা–গয়না কেড়ে নেওয়াতে দুঃখ পাইনি, কিন্তু ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি।’ খবর: প্রথম আলো।

গতকাল বুধবার সন্ধ্যায় এই নারীর সঙ্গে চাঁপাইনাবগঞ্জের মহানন্দা নদীর ধারে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদকের কথা হয়। ওই নারী তখন একটি কীর্তনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন।

ওই নারী বলেন, ‘এই যে আমার নামে কলঙ্কটা দেওয়া হলো, এটা তো সত্যি না। কত টেনশনে আছি, আমার স্বামী অসুস্থ। অ্যাকসিডেন্টে পা ভাঙ্গি গেছে। পুরো পায়ে রিং পরানো আছে। সে ঘরে থাকে। মিডিয়াতে ছড়ানো হয়েছে, আমার স্বামী নাকি সেই দিন ছিল আমার সঙ্গে। আমার স্বামীকে মারধর করে নাকি আমাকে ধর্ষণ করা হইচে। এই কথা মিডিয়াতে ছিল, কিন্তু বাস্তব তো এইডা না। আমার স্বামী প্রায় এক বছর হইল অসুস্থ হয়ে বিছানায় আছে।’

এই নারী বলতে থাকেন, ‘আমার সমাজের কাছে মুখ দেখানোই কঠিন হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খারাপ নজরে দেখছে। এভাবে যদি সবাই চলতে থাকে, তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারব না। বেঁচে থাকার মতো পরিবেশ থাকবে না আমার। আমার সঙ্গে যদি এমনটা হইতো, আমি নিজে এর প্রতিবাদ করতাম। আমি তো এত কিছু বলতাম না। আমার সঙ্গে যেটা হয়নি, আমার মাথায় সেটা চাপানো হচ্ছে, তাহলে এটা কেমন করে হয়? আমি কীভাবে এই সমাজের মধ্যে মুখ দেখাব? সেই রকম তো আমার পরিবেশ নাই। আমি অনুরোধ করছি, সকলেই যেন আমার পাশে এসে দাঁড়ায়।’

এই নারীর আকুতি, কোনো নারী ধর্ষণের শিকার হয়েছেন, এটা বলার আগে তাঁরা যেন ওই নারীর মুখে ঘটনা শোনেন। ভেবেচিন্তে যেন এই নিয়ে কথা বলেন। সবার কাছে তাঁর এই অনুরোধ।

নিজের কথা বলতে গিয়ে ওই নারী বলেন, তাঁরা দুই বোন। বড় বোনের স্বামী লিভার ক্যানসারে মারা গেছেন। তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক বছর ধরে বিছানায় পড়ে আছেন। তিনি কীর্তন করেন, গান করেন; শুধু পরিবারকে যাতে একটু সাহায্য করতে পারেন, সে জন্য। আগে তিনি গান করতেন মনের আনন্দে। এখন গান করেন সংসারের খরচ জোগানোর জন্য। কারণ, স্বামীর দুর্ঘটনার পর চিকিৎসায় তাঁদের টাকাপয়সা সব শেষ হয়ে যায়। হাতে আর কিছু নাই। দুইটা টাকা দিয়ে কেউ তাদের সাহায্য করবে, এমন কেউ নেই। তিনি বলেন, ‘আমরা গরিব ঘরের মেয়ে। আমাদের টাকাপয়সা না থাকতে পারে, কিন্তু আমাদের সম্মানটা বড় কথা। এখন সেই সম্মানটা যদি না থাকে, পৃথিবীতে বেঁচে থাকারই তো কিছু থাকে না।’

১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইলে রাজশাহীগামী বাসে ডাকাতি হয়। ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই নারী জানান, তাঁরা সাভারের হেমায়েতপুর থেকে বাসে উঠেছিলেন। ডাকাতেরা সবার কাছ থেকে টাকাপয়সা যা ছিল, সব ছিনিয়ে নেয়। তাঁকে ছয়-সাতবার সার্চ করে। তাঁর হাতে সিটি গোল্ডের চুড়ি ছিল, সেগুলো ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার করেছেন, কান্নাকাটি করেছেন। তাঁর হাতে আঘাত ছিল, হাত থেকে চুড়ি খোলার সময় তিনি ব্যথায় এমন করেছেন। তিনি মনে করেন, ‘এটা শুনে অনেকের ভুল ধারণা হতে পারে, আমার সঙ্গে ধর্ষণের মতো কিছু হইচে। কিন্তু আমি থানায় (নাটোরের বড়াইগ্রাম থানায় ঘটনার পর সাধারণ ডায়েরি হয়েছিল) বলছিলাম, আমার হাতে আঘাত ছিল, তাই চুড়ি খুলতে গেলে আমি চিৎকার করেছিলাম। আমার জানা মতে, কেউ ধর্ষণ (ধর্ষণের শিকার) হয়নি। মেয়েদের ওপর অত্যাচার হইচে, মেয়েদের সার্চ করছে। এটা হইচে, কিন্তু ধর্ষণ হয়নি।’

ওই নারী বারবার স্পষ্ট করে বলেন, তিনি ধর্ষণের শিকার হননি। তারপরও এ নিয়ে যত কথা হচ্ছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘এখন সকলে বলছে, মিডিয়াতে যেহেতু বলেছে, কিছু না হলে কথাগুলো উঠবে কেন? এখন তো আমার কথা কেউ বিশ্বাস করছে না। কিন্তু আমার সঙ্গে যারা ছিল তারা তো জানে, তারা তো দেখছে। এখন আমার কথাটা সত্য না, মিডিয়ার কথা সত্য? যেটা আমার সঙ্গে হলো না, অযথা তারা মিথ্যা কথাটা চালাইয়ে যাচ্ছে! এটা তো ঠিক না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়