শিরোনাম
◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, এক পয়েন্ট নিয়ে আসর শেষ বাংলাদেশের ◈ ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধা’রা যেসব সুবিধা পাবেন ◈ আফগানিস্তানকে কেউ আর হালকাভাবে নেবে না: কোচ ট্রট ◈ ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ ◈ বৈশ্বিক ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি  ◈ নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ  ◈ নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মাজারে হামলা-অগ্নিসংযোগের মামলায় ৭ আসামি কারাগারে 

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামে শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমদাদ হোসেন আসামিদের জামিন আবেদন নাকচ করে দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে এ মামলার আসামিরা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষে বিচারক ৪৪ জন আসামির মধ্যে ৩৭ জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ৭ আসামি হলো- সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামের প্রয়াত আবুল কালামের ছেলে আবু নোমান (৫৫), আলী হায়দারের ছেলে দেলোয়ার হোসেন (৪৮), শায়েস্তা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (৪০), আবুল কালাম মৌলভী (৪৫), আবু নোমানের ছেলে মো. তারেক (২৫), আবুল বাশারের ছেলে হাম্মাদুর রহমান (২৮) ও আবকর হোসেরে ছেলে মো. শাহজাহান (২৮)।

গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে একদল লোক নোয়াখালী ফসদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামে শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলাকারীরা মাজারে ওরশের প্যান্ডেলসহ পুরো মাজারটি ভেঙে গুড়িয়ে দেয়। হামলায় নারীসহ শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজারের ১০ জন আহত হয়। এছাড়া তাদের বাড়িঘরেও হামলার অভিযোগ ওঠে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কালাদরাপ ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজারে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল।

একইদিন বিকেলে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদী জনতার ব্যানারে ওয়াজ মাহফিল করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে সকাল থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। বিকেল ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে দুই শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা ভাঙচুর চালায়। খবর পেয়ে ওই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের বাধা উপেক্ষা করে চালানো হয় হামলা–ভাঙচুর। পরে নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বাদী হয়ে গত ২৩ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়