কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, যৌথবাহিনী গোপন সূত্রে জানতে পারে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। যৌথবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।