জিয়াবুল হক,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা ও ২৩ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।
বিজিবি সুত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি বুধবার টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার একটি বসত বাড়িতে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তারা মাদকের একটি বড় চালান ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে লুকায়িত রেখেছে। পরবর্তীতে অধিনায়ক, ২ বিজিবি নিশ্চিত করেন যে, একদল চোরাকারবারী ব্যবসায়িক উদ্দেশ্যে সংগ্রহকৃত মাদক হাবিবছড়া গ্রামের জিয়াবুলের বাড়ির আঙ্গিনার এবং অন্যান্য অজ্ঞাত স্থানে মাটির নিচে লুকিয়ে রেখেছে।
প্রয়োজনীয় পরিকল্পনা শেষে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক আনুমানিক দুপুরের দিকে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ দলকে কে-নাইন ইউনিটের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরসহ অভিযান পরিচালনার জন্য মোতায়েন করেন। এ সময় সাবরাং বিওপির একটি টহল দলকেও উক্ত অভিযানদলটির সহায়তার জন্য প্রেরণ করা হয়। বিজিবির সদস্যরা মাদকারবারির বাড়ীটি এবং তৎসংলগ্ন একটি দোকানকে ঘিরে রেখে ঝটিকা অভিযানে পরিচালনা শুরু করে। সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ ২ ঘন্টা ব্যাপক তল্লাশী চালিয়ে অভিযান পরিচালনাকারি দলগুলো বিকেলে বাড়ির বিভিন্ন স্থান হতে দুইজন চোরাকারবারীসহ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৩ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের দেয়া তথ্য অনুযায়ী চক্রের অনান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।
আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মোঃ সোলেমান হোসেন (২৩), একই এলাকার রশিদ আহমেদ এর ছেলে আব্দুল আমিন (১৯)।
এব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, আটককৃত আসামীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং গাঁজাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।