জাহিদ হাসান মেলান্দহ প্রতিনিধি জামালপুর : জামালপুরের মেলান্দহ থেকে চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।বুধবার(২৬ ফেব্রুয়ারী)মেলান্দহ উপজেলা প্রশাসনের করা আয়োজনে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং থেকে ঐ চার ইউপি চেয়ারম্যানদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, ১১ নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম সাইদুর রহমান সাঈদ মাষ্টার।মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার এস.এম আলমগীর কবির জানান,উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং শেষে তাদেরকে গ্রেফতারের খবর শুনেছি।
মেলান্দহ থানার (ওসি তদন্ত) হোমায়ুন কবির বলেন, আটককৃতদের জুলাই আগষ্টের গণহত্যা ও নাশকতার মামলায় আটক করে এসপি কার্যালয়ে পাঠানো হয়েছে।