শিরোনাম
◈ নতুন রাজনৈতিক দল গঠনের নিয়ম কী, কী আছে সুপারিশে? ◈ সাত বছর পর  বর্ধিত সভায় যে বার্তা দেবে বিএনপি ◈ সন্ত্রাসী যত শক্তিশালীই হোক রক্ষা পাবে না: ডিবি প্রধান ◈ আমেরিকার নাগরিকত্বের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ অফার ◈ অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কোথায়, জানালেন আসিফ মাহমুদ ◈ রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আন্দোলন ব্যর্থ হতে দেব না: মধ্যরাতে কুয়েট শিক্ষার্থীদের বিবৃতি ◈ আরব আমিরাতের কাছে বাংলাদেশ নারী দলের হার  ◈ ‘কনুই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই’ (ভিডিও) ◈ জার্মানির সঙ্গে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা  ◈ বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবিতে ধামরাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ডের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
 
 "দড়ি লাগলে দড়ি নে,ধর্ষকরে ফাঁসি দে"এই প্রতিবাদ্যকে সামনে রেখে তারা এ মানববন্ধন করেন। এই সময় ৪৮ ঘন্টার মধ্যে চুরি, ছিনতাই, ডাকাতি ওধর্ষণসহ সকল অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করেন শিক্ষার্থীরা।
 
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরের দিকে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন স্কুল কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থীরা ধামরাইয়ের যাত্রা বাড়ীর মাঠ থেকে উপজেলা চত্বর হয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিক্ষোভ মিছিলের করেন। পরিশেষে উপজেলা চত্বরে মিছিল শেষ করে এক সমাবেশে করেন। শিক্ষার্থীরা অপরাধী দের শাস্তি ও ধর্ষণের ফাঁসি দাবি করেন।
 
সমাবেশে শিক্ষার্থীরা বলেন,সারাদেশে যে পরিমাণে ধর্ষণ,চুরি, ডাকাতি ও হত্যা হচ্ছে তারই প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছি। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি অতি দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। এতে প্রতিটি নাগরিক রাস্তা ঘাটে হাটবাজার ও কলকারখানায় সুন্দর ভাবে চলাফেরা করতে পারে এবং তারা জীবনের নিরাপত্তা পায়। স্কুল কলেজের শিক্ষার্থীরা যেন অবাধে রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তারা যেন ইভটিজিং ও ধর্ষনের শিকার না হয়। 
 
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জাহাঙ্গীর নগরবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহধামরাই কলেজ , আফাজ উদ্দিন কলেজ ও ধামরাই হার্ডিজ্ঞস্কুল এন্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়