শিরোনাম
◈ বিডিআর হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা দিলেন র‌্যাবের তৎকালীন সিও (ভিডিও) ◈ সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়ে যা বললেন বুয়েট ভিসি (ভিডিও) ◈ খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ◈ শিগগিরই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে হট্টগোল! ◈ যাদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ◈ হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা  ◈ আরব আমিরাতের বিরুদ্ধে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল ◈ ‘আমরা প্রস্তুত আছি, আশা করছি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো’ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অবহেলা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবিতে ধামরাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ডের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
 
 "দড়ি লাগলে দড়ি নে,ধর্ষকরে ফাঁসি দে"এই প্রতিবাদ্যকে সামনে রেখে তারা এ মানববন্ধন করেন। এই সময় ৪৮ ঘন্টার মধ্যে চুরি, ছিনতাই, ডাকাতি ওধর্ষণসহ সকল অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করেন শিক্ষার্থীরা।
 
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরের দিকে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন স্কুল কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থীরা ধামরাইয়ের যাত্রা বাড়ীর মাঠ থেকে উপজেলা চত্বর হয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিক্ষোভ মিছিলের করেন। পরিশেষে উপজেলা চত্বরে মিছিল শেষ করে এক সমাবেশে করেন। শিক্ষার্থীরা অপরাধী দের শাস্তি ও ধর্ষণের ফাঁসি দাবি করেন।
 
সমাবেশে শিক্ষার্থীরা বলেন,সারাদেশে যে পরিমাণে ধর্ষণ,চুরি, ডাকাতি ও হত্যা হচ্ছে তারই প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছি। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি অতি দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। এতে প্রতিটি নাগরিক রাস্তা ঘাটে হাটবাজার ও কলকারখানায় সুন্দর ভাবে চলাফেরা করতে পারে এবং তারা জীবনের নিরাপত্তা পায়। স্কুল কলেজের শিক্ষার্থীরা যেন অবাধে রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তারা যেন ইভটিজিং ও ধর্ষনের শিকার না হয়। 
 
এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জাহাঙ্গীর নগরবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহধামরাই কলেজ , আফাজ উদ্দিন কলেজ ও ধামরাই হার্ডিজ্ঞস্কুল এন্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়