শিরোনাম
◈ যাদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ◈ হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা  ◈ আরব আমিরাতের বিরুদ্ধে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল ◈ ‘আমরা প্রস্তুত আছি, আশা করছি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো’ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অবহেলা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত ◈ ১২শ টাকার জন্য হত্যা, তিনজন গ্রেফতার ◈ রাজধানীতে নিরাপত্তার জোরদার ◈ নাসের হুসেইন ও অ্যাথারটনের দৃষ্টিতে, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পেয়েছে  ◈ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান ◈ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রাম সরকারি কলেজে ফরম পূরণের টাকা ফেরত দিলো মাকসুদ, আকাশ জড়িত নন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রাম সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে ওই কলেজের মাস্টার্স শেষ বর্ষের সাধারণ ছাত্র মাকসুদ। তিনি এক ভিডিও বার্তায় টাকা নেয়ার বিষয়টি কলেক কর্তৃপক্ষ ও পুলিশের সামনে স্বীকার করেছেন।
 
মাকসুদ মাস্টার্স শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আকাশ টাকা নেননি বলে দাবি জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসানের।
 
এর আগে মঙ্গলবার বিকেলে সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আকাশকে ফরম পূরণের টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করে রাখে ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। পরে জানা যায়, ৩৭ জন অর্সাস পড়ুয়া ছাত্রদের কাছ থেকে ফরম পূরণের টাকা মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল।
 
ভিডিওতে মাকসুদকে বলতে শোনা যায়, ৩৭ জন শিক্ষার্থীর কাজ থেকে তিনি টাকা নিয়েছেন। পরে প্রশাসনিক জটিলতার কারণে ফরম পূরণ করতে পারেননি তিনি। এক পর্যায়ে বাড়ি থেকে টাকা নিয়ে এসে কলেজ কতৃপক্ষ ও পুলিশের সামনে সবাইকে ফেরত দিয়েছেন।
 
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল ইহছান জানান, সরকারি কলেজে ফরম পূরণের টাকাটি কলেজ শাখার আহবায়ক নেননি। মাকসুদ নামের এক শিক্ষার্থী নিয়েছিল, সে স্বীকার করেছে।
 
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, সরকারি কলেজের বিষয়টি কলেজ কতৃপক্ষ দেখছেন। এছাড়াও কেউ যদি কোন লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়