শিরোনাম
◈ হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে অতি তৎপর অজিত দোভাল? (ভিডিও) ◈ আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার ◈ আবার ফিরে আসতে পারে ‘স্বৈরশাসনের যুগ’ ◈ বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া বিষয়ে ট্রাম্পের তথ্য ভুল, দাবি করেছে ডিসমিসল্যাব ◈ চীন সফর ও নতুন দলে থাকা নিয়ে আলোচনা, যা জানালেন জোনায়েদ ও রিফাত ◈ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান ◈ এবার আলিবাবা উন্মুক্ত করল ভিডিও ও ছবি তৈরির এআই মডেল ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট যে ‘এন্ডগেম’ প্রস্তাব দিয়েছেন, যা জানাগেল ◈ গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব ◈ এবার ২৯ মিলিয়ন ডলার অর্থের নজরদারির বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারী, ভোগান্তিতে রোগীরা

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো আসেন না চিকিৎসক ও কর্মচারীরা। রোগীদের অভিযোগ, অফিস সময় না মেনে নিজেদের ইচ্ছেমতো হাসপাতালে আসেন তারা। এতে ভোগান্তি পোহাতে হয় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের। হাসপাতালের কোয়ার্টারে থাকা অনেকেই সকালে এসে সময়মতো হাজিরা দিয়ে চলে যান। পরে গোসল, খাওয়া-দাওয়া করে ৯টা থেকে ১০টার মধ্যে আবার আসেন তারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সরজমিনে গিয়ে দেখা যায়, বর্হিবিভাগের ভবনের দেয়ালে সিটিজেন চার্টারে লেখা রয়েছে বহির্বিভাগের সেবা সকাল ৮টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত। অথচ, আউটডোর ভবনের গেট খোলা হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। ৮টা ৪৮ মিনিটে ফার্মেসি খোলেন ফার্মাসিস্ট বীরেন্দ্র কুমার মন্ডল। সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে লুঙ্গি-গেঞ্জি পড়ে ঘুরছিলেন অফিস সহকারী সাইদুর রহমান। সাংবাদিকদের দেখে তড়িঘড়ি করে পোশাক পরিবর্তন করে এসে ৮টা ৫৩ মিনিটে টিকিট কাউন্টার খুলেন তিনি। অভিজ্ঞ না হওয়ায় টিকিট ঠিকমতো দিতে না পারায় কাউন্টারে ভিড় পড়ে যায়।

সাইদুর রহমান বলেন, টিকিট কাউন্টারে যে বসে তিনি ছুটিতে আছেন। প্রিন্টারে সমস্যার কারণে হাতে লিখে টিকিট দিচ্ছি।

সাইদুরের মাধ্যমে সাংবাদিক আসার খবরে তড়িঘড়ি করে আসতে থাকেন কোয়ার্টারে থাকা চিকিৎসক ও কর্মচারীদের অনেকে। ৮টা ৪১ মিনিটে আউটড্রেস পরে হাজিরা (ফিঙ্গার) দেন নার্স ঝর্ণা আক্তার। ৮টা ৪২ মিনিটে তড়িঘড়ি করে আসেন অফিস সহায়ক মো. রজ্জব আলী খান। ৮টা ৫৫ মিনিটে ১১২নং রুমে রোগী দেখতে আসেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সোহেল রানা। তিনি বলেন, ‘নরমালি নয়টার মধ্যেই আসে সবাই।’

সকাল ৯টা ৩ মিনিটে আসেন হারবাল সহকারী মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘একটা চিঠি ছিল। আনতে গিয়ে দেরি হয়ে গেছে।’ ৯টা ১৪ মিনিটে মেডিকেল অফিসারের রুমে আসেন ডা. কাবেরী দাস। তিনি বলেন, ‘আমি রাউন্ডে ছিলাম, এর জন্য রুমে আসতে দেরি হয়েছে। আমার আউটডোর আছে আজকে।’ অথচ, সাড়ে নয়টার পরে সেখানে আসেন ডা. পলাশ চন্দ্র সূত্রধর। তিনি আসার পরে চলে যান ডা. কাবেরী দাস। ডা. পলাশ জানান, আজকে আউটডোরের দায়িত্বে তিনিই আছেন।

৯টা ৪৫ মিনিটে আসেন ল্যাব টেকনোলজিস্ট শ্যামাপ্রসাদ সরকার। ৯টা ৫৩ মিনিটে আসেন গাইনী কনসালটেন্ট ডা. মুর্শিদা খাতুন। তিনি বলেন, ‘গ্রামের মানুষ ১০টার আগে আসে না। হঠাৎ দুই একজন আগে আসে। আর আমাদের নার্সরা থাকে। আমার জ্বর। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে।’

সকাল ১১টা পর্যন্ত আসেননি ইউনানী মেডিকেল অফিসার ডা. মো. মোকছেদ আলী এবং ডেন্টাল সার্জন ডা. তারেকুজ্জামান। মুঠোফোনে ডা. তারেকুজ্জামান বলেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ আমি যাইনি। কালকে যাবো। অপরদিকে ডা. মো. মোকছেদ আলী বলেন, আমি আজ ছুটি নিয়েছি।

ডাক্তার দেখাতে আসা সালেহা বেগম বলেন, টিকিট কেটে বসে আছি। ডাক্তার এখনো আসে নাই। আসবো একটু পরে। তাই বসে আছি। সট্টি থেকে আসা আয়েশা বেগম বলেন, ছেলে কে নিয়ে সকাল সাড়ে ৭টা থেকে এসে বসে আছি। কেউ এখনো আসেনি। হাসপাতালে ডাক্তাররা ঠিকমতো আসেন না। সকালে এসে অপেক্ষা করতে হয়। এতে ভোগান্তি হয় মানুষের।

এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেন, "আজকে যারা দেরি করে এসেছেন তাদের সবাইকে শোকজ করা হবে। পোশাকের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হবে। অল্টারনেটিভ মেডিকেল কেয়ার প্রজেক্টটি শেষ হওয়ার কারণে ইউনানী মেডিকেল অফিসার কয়েকদিন ধরে অনুপস্থিত আছেন। যেহেতু তাকে সরকার থেকে এখনো অব্যাহতি দেওয়া হয়নি তাই তার অনুপস্থিতির ব্যাপারে কারণ দর্শানো হবে। ডেন্টিস্ট সার্জন সকালে জানিয়েছেন তিনি অসুস্থ।"

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি জানা নেই। তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়