শিরোনাম
◈ যাদের নিয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ◈ হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা  ◈ আরব আমিরাতের বিরুদ্ধে রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল ◈ ‘আমরা প্রস্তুত আছি, আশা করছি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো’ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালনে অবহেলা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত ◈ ১২শ টাকার জন্য হত্যা, তিনজন গ্রেফতার ◈ রাজধানীতে নিরাপত্তার জোরদার ◈ নাসের হুসেইন ও অ্যাথারটনের দৃষ্টিতে, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পেয়েছে  ◈ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান ◈ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তলসহ নারী আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, ভারতীয় পরিচয়পত্রসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হ্যাপি গফরগাঁও পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড শিলাসী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

এ সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড), বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন, এমন খবরে যৌথ বাহিনী অভিযান চালায়। নাদিরা আক্তার হ্যাপিকে গ্রেপ্তার করা হয়।

ওই নারী অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের পর যৌথ বাহিনী ওই নারীকে গফরগাঁও থানায় হস্তান্তর করেছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিব্বিরুল ইসলাম বলেন, ‘ওই নারীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়