তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হারিসুর রহমান (৬০)-কে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ভাঙার ব্রিজ এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কাজী ফেরু মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, ডেভিল হান্ট’ অভিযানে কাজী হারিসুরকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।