জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কেওড়া বাগান থেকে দুটি ব্যাগের ভেতর ৮০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ উপজেলার মির্জাজোড়া এলাকার নাফনদীর কিনারায় কেওড়া বাগানে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমারের দুইজন চোরাকারবারি সুকৌশলে সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মির্জাজোড়া এলাকার নাফনদীর কিনারায় কেওড়া বাগানে প্রবেশ করে। তারা বাংলাদেশি সহযোগীদের কাছে ইয়াবা হস্তান্তরের পরিকল্পনা করছিল।
এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল ও টেকনাফ বিওপির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত দুটি ব্যাগের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন। বিজিবি মহাপরিচালকের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।