নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরে চুরি করতে দেখে ফেলায় নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, নিহত তাসলিমা বেগম রোজির ভাই আহসান উল্যাহ জসিম বাদী হয়ে মঙ্গলবার সকালে সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এরআগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। মামলার একমাত্র আসামি জালিয়াল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো.তারেককে (৩৫) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। ঘটনার পর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত রোজি জালিয়াল গ্রামের ওবায়দুল হকের স্ত্রী। জালিয়াল গ্রামে বাবার বাড়িতে এক ঘরে থাকতেন তিনি। নিহতের স্বজনরা জানিয়েছেন, রোজির ঘরে এর আগেও চুরির ঘটনা ঘটে। ওসি কামরুল মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার রাতে বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে তাসলিমা বেগম রোজির ঘরে চুরি করতে ঢোকে একই গ্রামের তারেক। এ সময় রোজি দেখে ফেলায়, একা ঘরে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায় তারেক। শব্দ শুনে বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, এ ঘটনায় তারেককে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা দেখে ফেলায় রোজিকে হত্যা করার কথা স্বীকার করেছে সে। অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিবে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তেরর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।