মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে খুন ও ডাকাতিসহ ২১ মামালার আসামী আল-মামুনকে (৪২) মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) ভোর রাতে উপজেলার গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (ওসি) মো.জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) ভোর রাতে অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার গৌরীপুর থেকে ১৮০ পিছ ইয়াবা,৩০ লিটার দেশীয় তৈরী মদসহ আল-মামুনকে গ্রেপ্তার করেছে।সে একজন কুখ্যাত খুনি।তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ থানায় ২১টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আল-মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বারের ছেলে।মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।