শিরোনাম
◈ বাংলাদেশ ইস্যুতে ইসকন নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে, অতঃপর... ◈ একদিন নাহিদ প্রধানমন্ত্রী হতে পারেন : প্রেস সচিব ◈ পিলখানা হত্যাকাণ্ড: বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুলস্টপ, কোনো ‘ইফ’ এবং ‘বাট’ নাই: সেনাপ্রধান (ভিডিও) ◈ কী লেখা ছিল নাহিদের পদত্যাগপত্রে ◈ পদত্যাগ করে যা বললেন নাহিদ ইসলাম (ভিডিও) ◈ হাসিনার পতন মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের উৎসাহিত করেছে ◈ মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, গ্ৰেফতার ১  ◈ ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন, বাংলাদেশকে কাছে টানছে চীন ◈ অবশেষে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি: সেনাবাহিনী প্রধান (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটিতে সদস্য সচিব পদে স্থান পাওয়া সোহেল রানা। এর আগে রবিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন। 

৬০৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সাইফ খাঁ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন মো. আশরাফ।

মুখ্য সংগঠক করা হয়েছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান সজল এবং সংগঠক হয়েছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী লামিন ইসলাম। এছাড়া মুখপাত্র করা হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কাজী জেবা তাহসিনকে ও সহ মুখপাত্র করা হয়েছে ফরিদপুর নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থী উম্মে হাবিবাকে। 

কমিটির সদস্য সচিব সোহেল রানা জানান, ৬ মাসের জন্যে আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন শুরু করব। যারা বাদ পড়েছেন, তাদের এই সকল কমিটিতে রাখা হবে। তিনি জানান, অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়