শিরোনাম
◈ পদত্যাগ করে যা বললেন নাহিদ ইসলাম (ভিডিও) ◈ হাসিনার পতন মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের উৎসাহিত করেছে ◈ মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজি, গ্ৰেফতার ১  ◈ ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন, বাংলাদেশকে কাছে টানছে চীন ◈ অবশেষে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি: সেনাবাহিনী প্রধান (ভিডিও) ◈ চিরতরে ইন্টারনেট শাটডাউন বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব ◈ পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ (ভিডিও) ◈ ভোটারকে ঘুষি মারার দায়ে ব্রিটিশ এমপির কারাদণ্ড (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৩ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় শ্রীমঙ্গলে এক নারী মৃত্যু

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর বাজারের পাশে মেরি গোল্ড ফিলিং স্টেশন সংলগ্ন লামুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় চম্পা বেগম (৩৮) নামে এক নারী মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫ইং, রাত প্রায় সাড়ে আটটার সময় ঘটে।

নিহত চম্পা বেগম দুই কন্যা সন্তানের জননী। সে উপজেলার কালাপুর ইউনিয়নের মেরি গোল্ড ফিলিং স্টেশন সংলগ্ন লামুয়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে আটটার সময় চম্পা বেগম তার দুই মেয়েকে নিয়ে শ্রীমঙ্গল থেকে ফিরে বাড়ির সামনে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি সাদা রঙ্গের (ঢাকা মেট্রো-গ ১২-৬৭৮১) প্রাইভেট কারটি প্রথমে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়, পরে আবার চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়।

এ দিকে তাৎক্ষণিক লোকজন নোয়াগাঁও এলাকায় খবর দিলে সেখানে স্থানীয়রা খবর পেয়ে গাড়িটিকে বেরীকেট দিয়ে আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে পুলিশের একটি টিম এসে গাড়ি ও চালকসহ দুইজনকে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়, বর্তমানে তারা শ্রীমঙ্গল থানায় পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন, নিহত নারীর দেবর বদরুল ইসলাম ও নজরুল ইসলাম। নিহতের মরদেহ এখনো সিলেটে রয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে, অপরদিকে জানাজার সময় এখনো নিশ্চিত করা হয়নি বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়