সাগর আকন, বরগুনা : র্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি করা দুর্ধষ ডাকাত ১২টি দুর্ধষ ডাকাতি মামলার পলাতক আসামি সবুজ মিয়া ওরফে শ্যামল ওরফে মামুন ওরফে রোমান ওরফে রুমন ওরফে ওয়াকিলকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউপির ২নং ওয়ার্ডের ছোট গৌরিচন্না গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সবুজ মিয়া ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভাবখালি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিধান করে ছদ্মবেশ ধারণ করে ডাকাতি করার অপরাধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সবুজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করতো। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পালিয়ে অবস্থান করতেন এবং ডাকাতি সংঘটিত করতেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় নাম পরিবর্তন করে গাঢাকা দিয়ে থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠিয়ে সবুজের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন তিনি।