শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন ঘিরে সরব রাজনৈতিক  ◈ ধর্ষণের শিকার দাবি করা সেই শিক্ষার্থীর বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের ৩৪০ ডট বল ◈ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি ◈ বাংলাদেশ দলের কনসালটেন্ট শ্রীরাম এখন চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ ◈ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের কিছু দাবিকে ‘হাস্যকর’ বলে যে বার্তা দিলেন জয়শঙ্কর ◈ আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দলের নামে নাগরিক, ছাত্রজনতা কিংবা রেভ্যুলেশন শব্দ থাকতে পারে ◈ ভারতে পাঁচ বছর ধরে এক কিশোরীকে ধর্ষণ করে ৬০ জন! ◈ সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও পাননি  স্মার্টকার্ড  ◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশকে স্থিতিশীল রাখতে ইসলামী দলের কোন বিকল্প নেই- মুফতী শারাফাত হোসাইন

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-১ আসনের মনোনীত প্রার্থী মুফতী শারাফাত হোসাইন বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে ইসলামী দলের কোন বিকল্প নেই। গত ১৭ বছরে যারা ভোট দিতে পারেন নাই সেই সমস্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সচেতন হবেন। বিশেষ করে তরুণ সমাজকে আগামী বাংলাদেশ গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, জাতীয় পার্টিও দেখছেন এবার ইসলামী দল খেলাফত মজলিসকে একবার সুযোগ দিন। 
 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠ থেকে কয়েকশত গাড়ী বহর নিয়ে ফরিদপুর ১ আসনের মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কে হুক খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত উঁচিয়ে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণার পথসভায় বক্তব্য রাখেন এবং ভোটারদের মাঝে রিক্সা প্রতীকের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর ২ আসনের সম্ভাব্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা সভাপতি ও ফরিদপুর ৩ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ফরিদপুর জেলা কমিটির সেক্রেটারি মুফতি আবু নাসির, বোয়ালমারী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি রওশন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, মধুখালী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এহসান আলী, সহ-সভাপতি কবির বিন সাঈদ, আলফাডাঙ্গা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আহসানুল্লাহ, বোয়ালমারী পৌরসভার সভাপতি মুফতি তৈয়্যাবুর রহমান, বোয়ালমারী যুব মজলিসের সাবেক সভাপতি ও বোয়ালমারী শাখার সহ-সভাপতি মুফতি আবু মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা ফরহাদ হোসাইন, শ্রমিক মজলিসের সভাপতি মুফতি নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কামরুজ্জামানসহ তিন উপজেলা ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
 
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজে মাঠে কর্মী সম্মেলন উপলক্ষে এক জনসভায় মুফতী শারাফাত হোসাইনকে ফরিদপুর-১ আসনের প্রার্থীতা ঘোষণা করেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়