শিরোনাম
◈ সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও পাননি  স্মার্টকার্ড  ◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর ◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় নার্সকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা

বগুড়ার শাজাহানপুরে নার্সকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগে ছুফিয়ান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার যুবক গোহাইল ইউনিয়নের খাদাশ ওলেলপাড়া গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা গোহাইল ইউনিয়নের জামাদারপুকুরস্থ একটি স্থানীয় ক্লিনিকে কর্মরত এক নার্সকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত ওই যুবক।

যুবকের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুক্তভোগী ওই নার্স। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক গত রবিবার দিবাগত সন্ধ্যা রাতেই কৌশলে নার্সের বাড়িতে অবস্থান নেয়। সারাদিন ক্লিনিকের কাজকর্ম শেষ করে নার্স বাড়িতে পৌঁছা মাত্র যুবক পেছন থেকে ঝাঁপটিয়ে ধরে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে নিজের ব‍্যবহৃত মোবাইল ফোন দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নার্সের নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা করে।

এতে ওই নার্স অনেক ধস্তাধস্তি অবস্থায় চিৎকার দিলে যুবক তাকে এলোপাথাড়ি মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নার্স থানা পুলিশকে খরব দিলে পুলিশ যুবককে তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুম করিম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন, পর্নোগ্রাফি ও অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়