শিরোনাম
◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২০ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা

অগ্নিকাণ্ডের ঘটনার পর সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার রাত সাড়ে ৯টায় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ ঘোষণা দেওয়া হয়। 

রাঙামাটি জেলা প্রশাসনের আদেশে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশকিছু রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট ও দোকানসহ স্থানীয়দের বাড়ি ঘর পুড়ে যায়। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যটকদের নিরাপত্তার জন্য পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত আপাতত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। 

অন্যদিকে সাজেকে হোটেল মোটেলে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো জ্বলছে পাহাড়। পাহাড়ে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন।  

উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রের একটি রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পড়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পরে আশপাশের হোটেল মোটেল ও রেস্টুরেন্ট, দোকানসহ স্থানীয়দের বসতঘরে। এতে প্রায় ৩১টি রিসোর্ট, ৩৫টি বসতঘর, ৭টি রেস্টুরেন্ট ও ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়