শিরোনাম
◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে : হাসনাত আব্দুল্লাহ  ◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গলায় গামছা পেঁচিয়ে অটোচালক হত্যায় তিন জনের যাবজ্জীবন 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গার শাহাদাৎ মুন্সী (১৫) নামের এক অটোচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী এলাকার ওহাব শেখের ছেলে আয়নাল শেখ, একই এলাকার তৈয়ব মুন্সীর ছেলে স্বপন মুন্সী ও ওই এলাকার বাকী মাতুব্বরের ছেলে আলামিন মাতুব্বর। আসামি আয়নাল শেখ ও স্বপন মুন্সী রায় দেওয়ার সময় আদালতে উপস্থিত থাকলেও আলামিন মাতুব্বর পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ই জানুয়ারী সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার বেলায়েত মুন্সী ছেলে শাহাদাৎ মুন্সী ভাড়ায় অটো নিয়ে বের হন। এরপর থেকে সে নিখোঁজ ছিলেন। নিখোঁজের একদিন পর পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার বাসাগাড়ী এলাকায় গলায় গামছা পেঁচানো শাহাদতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহাদতের ভাই আবু সাঈদ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস জানান, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়