শিরোনাম
◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর ◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুনারুঘাটে ৩ মণ গাজাঁ ও মদ জব্দ করছে বিজিবি

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাটের সাতছড়ি থেকে ৩ মণ গাঁজা ও মদ জব্দ করছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) (২৩ ফেব্রæয়ারি) রবিবার রাতে সাতছড়ি বিওপি’র হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টহল দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩মণ ভারতীয় গাঁজা এবং ৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৪,১৩,০০০/- (চার লক্ষ তেরো হাজার) টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাটে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকসহ অন্য কোনো অবৈধ কার্যক্রমের তথ্য দিলে বিজিবি’র সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। এ ধরনের অভিযানের মাধ্যমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়