শিরোনাম
◈ সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও পাননি  স্মার্টকার্ড  ◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর ◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“আমার মেয়েকে মুখে গামছা দিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে গেছিলো”

পটুয়াখালীতে বসতঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে তার বাবা-মায়ের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন।

সোমবার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঘটনায় জড়িত দুজনকে আসামি করে বাউফল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারনামীয় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান।

এর আগে শনিবার রাত ১১টার দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরমিয়াজান গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- চরমিয়াজান গ্রামের মোতালেব মিয়ার ছেলে মো. বেল্লাল হোসেন (২১) ও একই গ্রামের আকবর কাজীর ছেলে ফয়সাল (১৮)।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মামলার ১ নম্বর আসামি বেল্লাল সম্প্রতি আলোচিত কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিক অপহরণ ও ডাকাতির মামলার আসামি। বেল্লাল সম্প্রতি ওই মামলায় জামিনে রয়েছেন। ধর্ষণে বেল্লালকে সহায়তা করেছেন ২ নম্বর আসামি ফয়সাল।

মামলার বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “শনিবার রাতে বেল্লাল ও ফয়সাল ওই শিক্ষার্থীর ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন বাঁধা দিলে তা উপেক্ষা করে একটি পরিত্যাক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে রাখে।”

ভুক্তভোগী মেয়েটির মা সাংবাদিকদের বলেন, “আমার মেয়েকে মুখে গামছা দিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে গেছিলো।আমরা তাদের বিচার চাই।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, শনিবার রাত ৩টার দিকে মেয়েটিকে তার পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। উৎস: বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়