ইসমাইল হোসেন,শেরপুর : শেরপুরের নকলায় ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ফেব্রুয়ারী সোমবার সকালে পুরাতন সিনেমা হল মোড়ে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা অনুমান ৭টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উত্তরপাড়া এলাকার ও পূর্বটালকী দাখিল মাদরাসার ৫ম শ্রেনীতে পড়ুয়া ১৩ বছর বয়সি এক শিক্ষার্থী নিজ বাড়ি থেকে পাশেই তার দাদির বাড়িতে রাতের বেলায় থাকতে যান। কিছুক্ষন পরে তার দাদির বাড়িতে যাননি বলে জানতে পেরে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির পাশে জনৈক রফিকুল ইসলামের ভূট্রা ক্ষেতে লোকজনের শব্দ পেয়ে সেখানে যান এবং তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়াদৌড়ি করে কয়েজন পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে চিনতে পারেন তারা। সে উপজেলার সালুয়া এলাকার আবু সাইদের পুত্র আশিক। সেখানে অচেতন অবস্থায় দেখতে পান শিক্ষার্থীকে। সেখান থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।