শিরোনাম
◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে : হাসনাত আব্দুল্লাহ  ◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪২ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে অগ্নিকান্ডে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১২টি দোকান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকান্ডর ঘটনা ঘটে। এতে বারবাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।আগুনের খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বারবাজারের দীপক হোটেলের  মালিক তরিকুল ইসলাম জানান, আমার দুইটা ঘর ছিল দুইটাই পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে দীপকের হোটেল, মুদি, ইলেকট্রনিকসের দোকানসহ অন্যান্য দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়