শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম ◈ অন্তবর্তীকালীন সরকার তাদের লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ' : তারেক রহমান ◈ দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসপিকে জানানোর কারনে দুই মেয়ের ওপর হামলা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকাঘর নির্মাণ

এস. এম আকাশ, ফরিদপুর অফিস : আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে অন্যের জায়গায় জোরপূর্বক পাকা বিল্ডিং নির্মাণ কাজ চলমান রাখায় জমির মালিক বিষয়টি পুলিশ সুপারকে জানানোর পর তার দুই যুবতি মেয়েকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। পরে স্থানীয়রা ওই দুই যুবতিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন। এই মারপিটের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পর মেয়ের বাবা দুলাল গাজী বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি লিখীত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেননি। জানা যায়, ধোপাডাঙ্গা গ্রামের মৃত: লালু গাজীর ছেলে আলীম গাজী  (৪৫),  ও মৃত  তারা গাজীর স্ত্রী মঞ্জিলা বেগম (৫০)  গংদের সহিত দুলাল গাজীর  সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। দুলাল গাজী এ বিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর ফৌজাদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান অবস্থায় আছে। এই পরিস্থিতিতে আলীম গাজী গংরা  শনিবার সকাল ৯ টার দিকে ঐ জমিতে  তাহারা জোরপূর্বক পাকা ঘর নির্মান কাজ শুরু করে। তখন দুলালের ২ মেয়ে ওমরজান ও মরিয়ম বেগম সেখানে গিয়ে মামলা নিষ্পত্তি হওয়ার আগে তাদেরকে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করিতে নিষেধ করিলে তাহারা তাদের কে অকথ্যভাষায় গালিগালাজ সহ এলোপাথারি ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং দেশী অস্ত্রসস্ত্র দা, কোদাল, লাঠিসোটা দিয়ে তাদের কে মারার জন্য ধাওয়া করে। ও  নানা রকমের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে কাজ অব্যহত রাখে।

স্থানীয়রা জানান, দুলাল গাজীর জায়গায় জোরপূর্বক পাকা ঘর নির্মাণ করছে আবার দুলাল গাজীর দুই মেয়েকে মেরে রক্তাক্ত জখম করেছে অথচ পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি।

এ বিষয়ে দুলাল গাজী বলেন, আমার জায়গায় জোরকরে আলীম গাজীরা পাকাঘর নির্মাণ করার চেষ্টা করিলে আমি আদালতে ১৪৪ ধারায় মামলা করি। পুলিশ এসে আদালতের আদেশকপিটি আলীম গাজীদের হাতে  দিয়ে যায়। এরপর আলীম গাজীরা পেশিশক্তির মাধ্যমে জোরপূর্বক আমার জায়গায় পাকাঘর নির্মাণ কাজ শুরু করে। আমি কোতোয়ালী থানায় একাধীকবার জানানোর পরও পুলিশের কোন সহযোগিতা পাইনি।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে জানানোর পরই দখলকারী আলীম গংরা আমার দুই মেয়ের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন এবিষয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ এখনো কোন কার্যকরী ব্যবস্থা নেননি। রোববার সন্ধ্যায় এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আমার হাতে এখনো অভিযোগ এসে পৌছায়নি। তবে ফেসবুকে ভাইরাল  দুই মেয়েকে মারপিটের ভিডিও তিনি  দেখেছেন বলে স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়